মাউন্ট কিলাউয়াতে অগ্ন্যুৎপাত। ছবি: সংগৃহীত
ঢাকা: যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়াতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় দ্বীপটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটির মানববসতির খুব কাছেই শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতের কারণে বিপদাপন্ন এক হাজার ৭০০ অধিবাসীকে সেখান থেকে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, অধিবাসীদের সরিয়ে নিতে ‘আমেরিকান রেড ক্রস’ একটি জরুরি ইভ্যাকুয়েশন শেল্টার খুলেছে।
হাওয়াইয়ের গভর্নর ডেভিড আইজি টুইটারে জানিয়েছেন, সেখানকার অধিবাসীদের সরিয়ে নিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল গার্ডের সহায়তায় ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ কাজ কাজ করে যাচ্ছে।
ড্রোন থেকে ধারণ করা একটি ফুটেজে দেখা যায়, আবাসিক এলাকার খুব কাছেই একটি ফাটল থেকে লাভার বিস্ফোরণ ঘটছে এবং চারদিকে ধোয়ার কুণ্ডুলি ছড়িয়ে পড়ছে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মে ০৪, ২০১৮
এনএইচটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।