ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের একটি ফাইটার জেট প্লেটনিকে ধাওয়া করেছে। ধারণা করা হচ্ছে প্লেনটিতে কোনো যাত্রী নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হঠাৎই একটি প্লেন খুব নিচ দিয়ে উড়ে যেতে দেখেন। পেছনেই একটি ফাইটার জেট থাকায় বিষয়টি তাদের মধ্যে উদ্বেগের জন্ম দেয়।
যদিও এরইমধ্যে এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে প্লেনের পাইলটের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল। তবে তাতে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
কোনো কোনো সংবাদমাধ্যম প্লেনটি বিধ্বস্ত হয়েছে বলে খবর প্রকাশ করেছে। আকাশে দেখা মিলছে কালো ধোঁয়া।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরের একজন মেকানিক প্লেনটি ‘হাইজ্যাক’ করেছেন। যদিও কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
জেডএস