ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাঁচ বছর পর চালু হলো মসুল জাদুঘর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
পাঁচ বছর পর চালু হলো মসুল জাদুঘর জাদুঘর ঘুরে দেখছেন এক দর্শনার্থী

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দখলে যাওয়ার প্রায় পাঁচ বছর পর পুনরায় চালু হলো ইরাকের মসুল জাদুঘর। প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া জাদুঘরটির আংশিক অংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। 

২০১৭ সালে ইরাকি সেনাবাহিনী আইএস জঙ্গিদের হাত থেকে দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহরটির পুনঃদখল নেয়। এরপর থেকেই জাদুঘরটির মেরামত এবং তাতে থেকে যাওয়া নিদর্শনগুলোর নিরাপত্তা জোরদারে কাজ শুরু করে কর্তৃপক্ষ।

তবে ততদিনে আইএস জঙ্গিদের হাতে ধ্বংস হয়েছে বহু অমূল্য ঐতিহাসিক নিদর্শন। অনেক নিদর্শন আবার চুরি বা লুট করে নিয়ে গেছে আইএস জঙ্গিরা।

জাদুঘরটির রয়েল রিসেপশন হলেই শুধু আপাতত প্রবেশের সুযোগ পাবেন জাদুঘরটিতে আসা দর্শনার্থীরা। আর নিরাপত্তার কারণে এখনও বন্ধ রাখা হয়েছে জাদুঘরটির অন্যান্য অংশ।  

অতি সম্প্রতি জাদুঘরটিতে ২১টি প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানা গেছে।  

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের ইতিহাসের নানা উপাদান ও সাক্ষী হয়ে থাকা নানা নিদর্শন নিয়ে সমৃদ্ধ এক সংগ্রহশালার জন্য বিশ্বব্যাপী সমাদৃত ছিলো মসুল জাদুঘর।  

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসএইচএস/আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।