ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে নৌকাডুবিতে ২৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
ফিলিপাইনে নৌকাডুবিতে ২৫ জনের প্রাণহানি

ফিলিপাইনে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তিনটি পৃথক নৌকাডুবিতে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৬ জন। তবে উদ্ধার করা হয়েছে ৫৮ জনকে।

রোববার (৪ আগস্ট) ভারি বর্ষণের সময় ইলোইলো শহর ও গুইমারাস প্রদেশের মধ্যবর্তী উত্তাল সমুদ্রে এ তিনটি দুর্ঘটনা ঘটে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনার কবলে পড়া নৌকা তিনটি হলো- চার ক্রু ও ৪৩ যাত্রীবাহী চি-চি, চার ক্রুবাহী কেজিয়াহ এবং ৩৪ যাত্রী ও চার ক্রুবাহী জেনি ভিন্স।


  
দুর্ঘটনা খবর পেয়েই সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে জরুরি বাহিনী ও স্থানীয় রেড ক্রস।

খারাপ আবহাওয়া, নিরাপত্তা ঝুঁকি নিয়ে চলাচল, জলযান রক্ষণাবেক্ষণে ত্রুটি ও অতিরিক্ত যাত্রীবহনের ফলে প্রতিবছর ফিলিপাইনের সমুদ্র এলাকায় বিভিন্ন দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়।

দেশটিতে সবচেয়ে ভয়াবহ নৌ-দুর্ঘটনা ঘটে ১৯৮৭ সালে। সে সময় লেতে এলাকায় একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে ডোনা পাজ নামে একটি যাত্রীবোঝাই বড় ফেরি ডুবে যায়। এতে ৪ হাজার ৩৪১ জন নিহত হন।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এইচজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।