ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সড়কের পাশে ঘুমন্ত তীর্থযাত্রীদের ওপর বাস উঠে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
সড়কের পাশে ঘুমন্ত তীর্থযাত্রীদের ওপর বাস উঠে নিহত ৭ প্রতীকী ছবি

ভারতের উত্তর প্রদেশে বাসচাপায় নারী-শিশুসহ অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। তারা সবাই গঙ্গাস্নানে যাচ্ছিলেন।

শুক্রবার (১১ অক্টোবর) রাজ্যের বুলন্দশাহরে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিহতদের মধ্যে চার নারী ও তিন শিশু রয়েছে।

তারা দলবেঁধে নারাউরা ঘাটে গঙ্গাস্নানে যাচ্ছিলেন। ক্লান্তি কাটাতে সড়কের পাশেই ঘুমিয়ে পড়েছিলেন তারা।  এসময় একটি দ্রুতগামী বাস তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান সবাই।  

জানা যায়, বাসটি বৈষ্ণু দেবী থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।