ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনাদের জন্য ই-ভিসা নীতি সহজ করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
চীনাদের জন্য ই-ভিসা নীতি সহজ করলো ভারত প্রতীকী ছবি

চীনা নাগরিকদের জন্য ই-ভিসা নীতি সহজ করার ঘোষণা দিয়েছে ভারত। এখন থেকে চীনারা ভারতে পাঁচ বছর মেয়াদী ও মাল্টিপল এন্ট্রি ই-ট্যুরিস্ট ভিসার (ই-টিভি) জন্য আবেদন করতে পারবেন। এর জন্য ফি ধরা হয়েছে মাত্র ৮০ মার্কিন ডলার।

শনিবার (১২ অক্টোবর) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফরের শেষদিনে এ ঘোষণা দিয়েছে বেইজিংয়ের ভারতীয় দূতাবাস।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নতুন নিয়মে চীনা পর্যটকদের ৩০ দিন মেয়াদী সিঙ্গেল এন্ট্রি ই-ভিসার ফি ধরা হয়েছে ২৫ ডলার।

আর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ৩০ দিনের ই-টিভির জন্য ফি দিতে হবে মাত্র ১০ ডলার।  

এক বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ই-টিভিও থাকছে চীনাদের জন্য। এর ফি ধরা হয়েছে ৪০ ডলার।

এছাড়া ই-মেডিক্যাল ভিসা, ই-কনফারেন্স ভিসা ও এক বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ই-বিজনেস ভিসা ইস্যু করা হবে অনলাইনেই।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।