বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় কেন্দ্রশাসিত অঞ্চলটির শোপিয়ান জেলায় এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়।
বাণিজ্যে বিঘ্ন ঘটাতে সন্ত্রাসীরা সরব জেলাটিতে।
সংবাদমাধ্যম বলছে, কয়েকদিন আগেও এই জেলায়ই আপেল পরিবহনে ট্রাক নিয়ে গেলে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। একইসঙ্গে কাশ্মীর উপত্যকায় এ ধরনের ঘটনা অল্পদিনের ব্যবধানে তিনবার ঘটেছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম।
স্থানীয় পুলিশ জানিয়েছে, কাশ্মীর উপত্যকায় ফল পরিবহনে গেলে সন্ত্রাসীরা বেপরোয়া আচরণ করছে।
সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সন্ত্রাসীরা কাশ্মীরের বাইরে থেকে এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বাণিজ্যে বাধা সৃষ্টি করতে তারা শ্রমিকদের টার্গেটে নিয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
টিএ