ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আরব সাগরে এক বছরে রেকর্ডভাঙা ৪ ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
আরব সাগরে এক বছরে রেকর্ডভাঙা ৪ ঘূর্ণিঝড় প্রতীকী ছবি

চলতি বছর আরব সাগরে চারটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের এমন ঘটনা এর আগে ঘটেছিল ১১৭ বছর আগে। 

আবহাওয়াবিদদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, এবছর ভারতীয় উপমহাদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বায়ু, হিক্কা, কায়ার ও মহা।

চলতি বছরে আরব সাগরে সৃষ্ট প্রথম ঘূর্ণিঝড়ের নাম ছিল বায়ু।

গত জুন মাসে এটি গুজরাট উপকূলে আঘাত হানে। সেপ্টেম্বরে আঘাত হানে হিক্কা। অক্টোবরে দেখা গেছে দু’টি ঘূর্ণিঝড়- কায়ার ও মহা। এদের প্রভাবে কর্ণাটক, মহারাষ্ট্র ও গুজরাটে ভারী বৃষ্টিপাতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়।  
 
এর আগে, আরব সাগরে এক বছরে চারটি ঘূর্ণিঝড় দেখা গিয়েছিল ১৯০২ সালে।

এই উপমহাদেশে আঘাত হানা সব ঘূর্ণিঝড়ই আরব সাগরে সৃষ্টি হয় না, কিছু কিছু বঙ্গোপসাগরেও হয়। এবছর আঘাত হানা ঘূর্ণিঝড় ফণী ও সাম্প্রতিক ঝড় বুলবুলও সৃষ্টি হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এই সাগরে।  

আবহাওয়াবিদদের মতে, আরব সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি নতুন কিছূ নয়। তবে, অক্টোবর-নভেম্বর মাসে হলে সেটি কিছুটা ব্যতিক্রমই বটে। কারণ, এই সময়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় মূলত বঙ্গোপসাগরে। আর আরব সাগরে এক বছরে চার-চারটি বড় ঘূর্ণিঝড়ের ঘটনাও বিরল।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।