বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিরাপত্তাবাহিনী ও মেডিক্যাল সূত্রের বরাতে খবরে বলা হয়, বাগদাদের দু’টি গুরুত্বপূর্ণ সেতুর কাছাকাছি এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছিল আন্দোলনকারীরা।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহত হওয়ার দু’টি ঘটনাই ঘটেছে নিরপত্তাবাহিনীর সদস্যরা ক্যানিস্টার সরাসরি আন্দোলনকারীদের মাথা লক্ষ্য করে ছোড়ার কারণে।
পুলিশ জানায়, সিনাক সেতুর পাশে এক আন্দোলনকারী এবং আহরার সেতু সংলগ্ন এলাকায় অন্যজন নিহত হয়েছেন।
ইরাকের মানবাধিকার বিষয়ক হাই কমিশন জানায়, বিক্ষোভে এখন পর্যন্ত ৩২৫ ইরাকি নিহত ও আহত হয়েছেন ১৫ হাজারের মতো।
দুর্নীতি, নাগরিকদের জীবনযাপনের নিম্নমানসহ বিভিন্ন ইস্যুতে গত দেড় মাস ধরে দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এটাকে সাদ্দাম হোসেনের পতনের পর সবচেয়ে বড় আন্দোলন হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এইচএডি/