ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার তেল আবিয়াদে গাড়িবোমা হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
সিরিয়ার তেল আবিয়াদে গাড়িবোমা হামলায় নিহত ৩

তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলের শহর তেল আবিয়াদে গাড়ি বোমা হামলায় ৩ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এ হামলার জন্য কুর্দিশ ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও পিপলস প্রোটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) দায়ী করছে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় বলা হয়, পিকেকে/ওয়াইপিজি সন্ত্রাসী সংগঠন। যাদের সঙ্গে দায়েশের (আইএসআইএস) কোনো পার্থক্য নেই। তারা নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যা করেই চলেছে।

হামলায় নিহত হয়েছেন ৩ বেসামরিক নাগরিক।  ছবি: সংগৃহীত

তেল আবিয়াদ শহরের একটি শিল্প এলাকায় বোমা বোঝাই গাড়ির মাধ্যমে এ হামলা চালানো হয়। এতেই ঘটে হতাহতের ঘটনা।

এর আগে ৯ অক্টোবর থেকে সিরিয়ার উত্তরাঞ্চলকে সন্ত্রাসমুক্ত করতে অপারেশন পিস স্প্রিং শুরু করে তুরস্ক। অভিযানের উদ্দেশ্য হলো- তুরস্কের সীমান্তকে নিরাপদ রাখার পাশাপাশি দেশটিতে থাকা সিরিয়ান শরণার্থীদের ওই এলাকায় পুনর্বাসিত করা।

কুর্দিশ ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং পিপলস প্রোটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তুরস্ক।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।