শুক্র, শনি ও রোববার ওমান সাগর ও ভারত মহাসাগরে ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে।
রুহানি বলেন, ‘এই যৌথ নৌমহড়া সহজ ছিল না।
ওমান সাগর ও ভারত মহাসগারের উত্তর অংশের ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় ওই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। একই অঞ্চলের পানিসীমা রক্ষার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যখন একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তখন এ মহড়া চালাল ইরান, রাশিয়া ও চীন।
শত্রু বাহিনীর ওপর হামলা, সমুদ্রে উদ্ধার ও ত্রাণ তৎপরতা, সাগরে দুর্ঘটনার শিকার জাহাজের অগ্নি নির্বাপন এবং জলদস্যুদের প্রতিহত করার কৌশল রপ্ত করা ছিল তিন দিনব্যাপী এ মহড়ার প্রধান কয়েকটি লক্ষ্য।
এ ছাড়া, এ মহড়ায় ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী পরস্পরের অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
এজে