ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কোরিয়ান তারকার প্রেমে হাবুডুবু... তুলকালাম!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
কোরিয়ান তারকার প্রেমে হাবুডুবু... তুলকালাম!

কোরিয়ার কে-পপ গার্ল, ‘টোয়াইস' ব্যান্ডের তারকা নায়নের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন এক জার্মান নাগরিক। দীর্ঘদিন ধরেই তার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল তার। অবশেষে সুযোগ এলো। কিন্তু বাধ সাধল নায়নের টিম ম্যানেজাররা। এলো পুলিশ...।

কোরিয়ার কে-পপ গার্ল, ‘টোয়াইস' ব্যান্ডের তারকা নায়নের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন এক জার্মান নাগরিক। দীর্ঘদিন ধরেই তার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল তার।

অবশেষে সুযোগ এলো। কিন্তু বাধ সাধল নায়নের টিম ম্যানেজাররা। এলো পুলিশ...।

বুধবার উড়োজাহাজের মধ্যে ঘটে যাওয়া ওই ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছেন টোয়াইসের ম্যানেজাররা।  

নায়নের টোয়াইস ব্যান্ড দলটি জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছে বলে খবর পান ওই জার্মান নাগরিক। তিনি ওই প্লেনের টিকিট কেটে উঠে পড়েন।  

এরপর প্রেমপত্র নিয়ে বারবার নায়নের কাছে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যান্ডের ম্যানেজাররা তাকে থামিয়ে দেন। একসময় শুরু হয় বিবাদ। ডাকতে হয় পুলিশ।  

ওই জার্মান নাগরিকের দাবি, তিনি নায়নকে ‘প্রেমপত্র' দিতে যাচ্ছিলেন এবং দলটির ম্যানেজাররা এ সময় তার গায়ে হাত দিয়েছেন।

টুইটারে তিনি লেখেন, ম্যানেজাররা কোনো কারণ ছাড়াই বিমানের ভেতর আমার ওপর আক্রমণ করেন। আমি শান্তভাবে নায়নকে আমার প্রেমপত্র দিতে গিয়েছিলাম। তখন দুইজন ম্যানেজার ঝাঁপিয়ে পড়েন। এগুলোর মানে কী?

তার দাবি, তিনি নায়নকে কোনোভাবে উত্যক্ত করতে চাননি। শুধু ভালোবাসা প্রকাশ করতে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।