ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সোলেমানির জানাজায় রেকর্ডভাঙা মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
সোলেমানির জানাজায় রেকর্ডভাঙা মানুষের ঢল সোলেমানির জানাজায় মানুষের ঢল। ছবি: সংগৃহীত

মার্কিন বাহিনীর হামলায় নিহত ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি জেনারেল কাসেম সোলেমানির জানাজায় অংশ নিয়েছে লাখ লাখ মানুষ। সোমবার (৬ জানুয়ারি) জাতীয় বীরকে শেষবিদায় জানাতে অশ্রুসজল চোখে তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে জমা হয় তার অগণিত ভক্ত-সমর্থক। মানুষের ঢলে এদিন তিলধারণেরও জায়গা ছিল না বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায়। ময়দানে ঢুকতে না পেরে চারপাশের সড়কে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন লাখো জনতা।  

জেনারেল সোলেমানির জানাজায় ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শেষ হয় মুসলিম বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এ নেতার জানাজা।

কানায় কানায় পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় চত্বর।  ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, জানাজা শেষে সোলেমানিসহ নিহত অন্য ইরানি কর্মকর্তাদের মরদেহ আজাদি স্কয়ারে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সোলেমানির মরদেহ নেওয়া হবে ধর্মীয় নগরী কোমে। সেখানে জানাজা শেষে মঙ্গলবার তার মরদেহ নেওয়া হবে জন্মস্থান কেরমান প্রদেশে। সেখানেই শেষজানাজার পর দাফন করা হবে ইরানিদের বীর কমান্ডারকে।

গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনগত রাতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন জেনারেল সোলেমানি, ইরাকের হাশদ আশ-শাবির উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন। তাদের মরদেহ শনিবার ইরাকের কাজেমাইন, বাগদাদ, কারবালা ও নাজাফ শহরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আলাদা আলাদা জানাজায় অংশগ্রহণ করেন লাখ লাখ ইরাকি। পরে রোববার (৫ জানুয়ারি) রাতে তেহরান পৌঁছায় সোলেমানিসহ নিহত ইরানিদের মরদেহ।

তিলধারণের ঠাঁই নেই সড়কেও।  ছবি: সংগৃহীত

এদিকে, তেহরানে সোলেমানির জানাজায় কী পরিমাণ মানুষ অংশ নিয়েছে তা শতভাগ নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, এ সংখ্যা ইরানের স্থপতি ইমাম খোমেনির (রহ.) জানাজায় অংশগ্রহণকারীদের চেয়ে বেশি হবে। ৩০ বছর আগে তার জানাজায় ৫০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছিল বলে ধারণা করা হয়।

জানাজা দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন >> বাবার মৃত্যুতে সব শেষ হয়ে যায়নি, ট্রাম্পকে সোলেমানির মেয়ে

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।