বিশালদেহী ওই নেতার নাম শিফা আল-নিমা। তাকে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর থেকে আটক করা হয়।
শিফা আল-নিমা যিনি আবু আব্দুল বারি নামেও পরিচিত। তাকে আটক করে ট্রাকে করে নিয়ে যাওয়ার বিষয়টি এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে হাস্যরসের সৃষ্টি করেছে।
আইএসের এই কথিত মুফতির ফতোয়া মেনেই আইএস সন্ত্রাসীরা ইরাকের জোনা মসজিদ বা হযরত ইউনুস নবী মসজিদে বোমা হামলা চালিয়েছিল বলে জানাচ্ছে সোয়াট। ২০১৪ সালে উগ্র সন্ত্রাসীরা ইরাকের বিশাল এলাকা দখল করে নেয়ার পর মসজিদটি ধ্বংস করে।
কেউ আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করতে অস্বীকার করলে তাকে হত্যার ফতোয়া দিতেন এই নেতা।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এজে