ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিশালদেহী আইএস নেতাকে আটক করে বিপদে ইরাকি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
বিশালদেহী আইএস নেতাকে আটক করে বিপদে ইরাকি বাহিনী

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের শীর্ষ পর্যায়ের এক বিশালদেহী নেতাকে আটক করেছে ইরাকের সোয়াট বাহিনীর সদস্যরা। আটকের পর ইরাকি সেনারা মোটামুটি বিপদেই পড়েন। কারণ ১৩৬ কেজি ওজনের ওই নেতাকে জিপে তোলা যায়নি। ট্রাকে করে বহন করতে হয়েছে।  

বিশালদেহী ওই নেতার নাম শিফা আল-নিমা। তাকে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর থেকে আটক করা হয়।

 

শিফা আল-নিমা যিনি আবু আব্দুল বারি নামেও পরিচিত। তাকে আটক করে ট্রাকে করে নিয়ে যাওয়ার বিষয়টি এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে হাস্যরসের সৃষ্টি করেছে।

আইএসের এই কথিত মুফতির ফতোয়া মেনেই আইএস সন্ত্রাসীরা ইরাকের জোনা মসজিদ বা হযরত ইউনুস নবী মসজিদে বোমা হামলা চালিয়েছিল বলে জানাচ্ছে সোয়াট। ২০১৪ সালে উগ্র সন্ত্রাসীরা ইরাকের বিশাল এলাকা দখল করে নেয়ার পর মসজিদটি ধ্বংস করে।

কেউ আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করতে অস্বীকার করলে তাকে হত্যার ফতোয়া দিতেন এই নেতা।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এজে
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।