ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যমুনায় দুর্গন্ধ তাড়াতে ঢালা হলো ১৪০০০ লিটার পানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
যমুনায় দুর্গন্ধ তাড়াতে ঢালা হলো ১৪০০০ লিটার পানি তাজমহল। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে যমুনা নদীর দূষিত পানির দুর্গন্ধ দূর করার জন্য সেখানে প্রায় ১৪ হাজার লিটার বিশুদ্ধ পানি ঢালা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

২৪ ফেব্রুয়ারি আগ্রা ভ্রমণে যেতে পারেন তিনি। এ উপলক্ষে যমুনা নদীর পানির দুর্গন্ধ দূর করতে সেখানে পাঁচশ’ কিউসেক বা প্রায় ১৪ হাজার লিটার বিশুদ্ধ পানি ঢেলেছে উত্তর প্রদেশ সেচ বিভাগ। নদীর পারিপার্শ্বিক অবস্থার উন্নয়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় তারা।

এ রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ সংস্থা জানায়, এ উদ্যোগে যমুনা নদীর পানি পানের উপযুক্ত না হলেও এর দুর্গন্ধ কমবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।