ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বাসে ট্রেনের ধাক্কা, তীর্থযাত্রীসহ নিহত ১৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
পাকিস্তানে বাসে ট্রেনের ধাক্কা, তীর্থযাত্রীসহ নিহত ১৯

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি যাত্রাবাহী বাসের অন্তত ১৯ জন মারা গেছেন। এরমধ্যে বেশিরভাগই শিখ তীর্থযাত্রী বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

শুক্রবার (০৩ জুলাই) স্থানীয় সময় বিকেলে শেখপুরা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটি করাচিগামী শাহ হুসেন এক্সপ্রেসের একটি নিরিবিলি ক্রসিংয়ে ধাক্কা খায় বলে জানিয়েছে স্থানীয়রা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শিখ তীর্থযাত্রীরা পেশোয়ার থেকে ভ্রমণ করছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কবলিত ওই বাসে ২৭ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ১৯ জন মারা গেছেন। এরমধ্যে আবার বেশিরভাগই শিখ তীর্থযাত্রী ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
টিএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।