ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দূষণমুক্ত পরিবেশের কথা বললেও চীন সর্বোচ্চ কয়লা ব্যবহারকারী!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
দূষণমুক্ত পরিবেশের কথা বললেও চীন সর্বোচ্চ কয়লা ব্যবহারকারী!

দূষণমুক্ত ও পরিষ্কার পরিবেশ তৈরির প্রতিশ্রুতির জন্য সাধুবাদ অর্জন করা সত্ত্বেও চীন পরিবেশগত সুরক্ষা সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে দ্বৈত পন্থা অনুসরণ করছে। ড্রাগনরা এখনও বিশ্বে কয়লার সর্বোচ্চ উত্পাদনকারী হিসেবে রয়ে গেছেন।

এশিয়া টাইমস জানিয়েছে, চীন দূষণমুক্ত পরিবেশ প্রচার করলেও নিজেরা রয়ে গেছে সেই বিপরীত পথেই। দেশটি বিশ্বের বৃহত্তম কয়লা উত্পাদনকারী এবং ভোক্তা।

অথচ আনুষ্ঠানিকভাবে দূষণকারী জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস করার আহ্বান জানাচ্ছে। এক্ষেত্রে দেশটির পরিসংখ্যানগত ভোগের ধরণগুলো আলাদা গল্প বলছে।

চীনা কয়লা ট্রান্সপোর্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন (সিসিটিডিএ) জানিয়েছে, মার্চের শেষ সপ্তাহে চীনের উপকূলীয় পাঁচটি বড় বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড চার লাখ ৮৮ হাজার ৮০০ টন কয়লা ব্যবহার করা হয়েছে। যা ১০ ফেব্রুয়ারির ব্যবহারের পরিসংখ্যানে দ্বিগুণের চেয়ে বেশি। অবশ্য ওই সময়টায় কয়লার ব্যবহার রেকর্ড পরিমাণ হ্রাস পেয়েছিল।

এশিয়া টাইমস জানিয়েছে, গত এপ্রিলে দেশটিতে আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৪২ মিলিয়ন টন কয়লার আমদানি হয়েছে। যদিও মার্চের মাঝামাঝি সময়ে লকডাউন ব্যবস্থা শেষ হওয়ার পরে কারখানাগুলো পুনরায় চালু হওয়ার কারণে চীনে আংশিকভাবে বিদ্যুতের চাহিদা বেড়েছিল।

এর চাহিদা আবার চলতি বছরের মে মাসে কিছুটা কমেছিল। তবে বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা এবং ব্যবসায়ীদের মধ্যে অর্থনীতি আবার ফিরে আসার কারণে বাকি বছর এই চাহিদ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

পরিবেশের কথা বললেও দুর্ভাগ্যজনক হলো, চীন ২০২০ সালে বিদ্যুৎকেন্দ্রজুড়ে কয়লা সঞ্চয়ের সুবিধা সংযুক্ত করার পরিকল্পনা করছে। যাতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে ১৫ দিন বা তার বেশি সাধারণ সরবরাহ নিশ্চিত হয়।

সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরির পদক্ষেপ নেওয়ার কথা বলছে চীন। অথচ দেশটিতে কমছে না কয়লার ব্যবহার। ২০১৯ সালেও আগের বছরের তুলনায় এক শতাংশ বেড়েছিল এ জ্বালানির ব্যবহার। বরং বলা হচ্ছে, এই বিদ্যুৎ চাহিদা আরও জোর দিয়ে পরিচালিত হচ্ছে। এছাড়া এই এক শতাংশ বৃদ্ধি টানা তিনবছর ধরে কয়লার ব্যবহার বাড়ছে চিহ্নিত করেছে বলে জানিয়েছে এশিয়া টাইমস।

চীনা সরকারের তথ্যমতে, ২০১৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় ১৪১ মিলিয়ন টন কয়লা ব্যবহার হয়েছে। এরমধ্যে আবার সরকার দেশীয় কয়লা উৎপাদনেরও অনুমতি দিচ্ছে। সবমিলে দেশে বছরে প্রায় দুই দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পাচ্ছে কয়লা উৎপাদন। এছাড়া ২০১৮ সালে মাত্র ২৫ মিলিয়ন টন কয়লা উত্পাদন হয়েছিল অভ্যন্তরীণ অনুমোদনে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।