ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

হজের সময় ইরানকে অস্থায়ী দূতাবাসের অনুমতি সৌদির

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
হজের সময় ইরানকে অস্থায়ী দূতাবাসের অনুমতি সৌদির হজের সময় ইরানকে অস্থায়ী দূতাবাসের অনুমতি সৌদির

২০১৬ সালের জানুয়ারিতে এক শিয়া ধর্মগুরুকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিক্রিয়ায় ইরানের তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলা চালায় সাধারণ নাগরিকরা।

এর পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তবে, আসন্ন হজ চলাকালীন সময়ে সৌদি আরবে ইরানের জন্য অস্থায়ী দূতাবাস খোলা হবে বলে মঙ্গলবার (০৪ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘসেমি বলেন, ‘হজ চলাকালীন ইরানি হজযাত্রীদের দূতাবাসে বিশেষ সেবা প্রদানের জন্য জেদ্দা, মক্কা ও মদিনাতে অস্থায়ী দূতাবাসে কিছু কর্মকর্তাকে নিয়োগ করা হবে। ’

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। জীবনে একবার হলেও সামর্থ্যবানদের হজ পালনের কথা ইসলামি শরিয়তে বলা হয়েছে। তাই আঞ্চলিক বৈরিতা সত্ত্বেও ইরানকে অস্থায়ী দূতাবাস খোলার আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।  

এ বছর ইরানের ৮৬ হাজার মানুষ হজ করতে যাবেন সৌদি আরবে।  

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭ 
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।