সোমবার (২৪ জুলাই) সকাল ৭টা ৫৫ মিনিটে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েকের ধ্বনিতে মুখরিত বিমানটি রওয়ানা দেয়।
এদিন আরও তিনটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ফ্লাইট ছেড়ে যাওয়ার আগে মন্ত্রী বক্তব্য দিচ্ছেন, ছবি: জিএম মুজিবুর
গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনার হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেন।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান উদ্বোধনী ফ্লাইটের হজ যাত্রীদের বিদায় জানান। তার আগে কুশল বিনিময়সহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।
বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসআইজে/আইএ