স্বাভাবিকভাবে চিত্রশৈলী, হস্তলিপি ও রংতুলির কারুকাজের জন্য তুরস্ক বিশ্বজুড়ে বিখ্যাত। আর তুরস্কের সাকরিয়া প্রদেশের সুগতলু জেলা শহরে নবনির্মিত মসজিদটির ভেতরের কারুকাজ ও সৌন্দর্যায়নের কাজ চলছিল।
৫৩ বছর বয়সী এ নারী মসজিদ-কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সে অনুযায়ী তিনি তার স্বামীর অসম্পূর্ণ কাজ শেষ করে অঙ্গীকার রক্ষা করেন। তার কারুকাজ ও আলপনায়ও ফুটে উঠেছে নান্দনিকতা ও মোহনীয়তা।
সংবাদমাধ্যম সাফাককে দেওয়া এক সাক্ষাতকারে শেগদেম আক বলেন,‘সত্যি আমি আমার স্বামী কাজের প্রেমে পড়ে গিয়েছিলাম। বিখ্যাত কুফিক সংস্করণের মাধ্যমে মসজিদের অপূর্ণ কারুকাজ ও ক্যালিগ্রাফি সম্পন্ন করতে পেরে আমি ধন্য। ’
তিনি আরো জানান, তার স্বামী সাহিত্য ও ভিজ্যুয়াল আর্টসে কখনো প্যাটার্ন টেমপ্লেট ব্যবহার করেননি। বরং তিনি সবসময় মনের মাধুরী মিশিয়ে রং করতেন।
মসজিদের অলংকরণ ও কারুকাজের দায়িত্ব পালন করার সময় গত বছর নভেম্বরে তার স্বামী মারা যান।
ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এমএমইউ