সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার আগে মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে এ মন্তব্য করেছেন বিচারপতি জাহাঙ্গির হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গির হোসেনের বেঞ্চ।
বেলা সোয়া ১১টা থেকে রায় দিচ্ছেন হাইকোর্ট।
আদালত বলেন, ‘যেকোনো রায় ঘোষণার পরে কেউ সন্তুষ্ট হতে পারেন, আবার কেউ অসন্তুষ্টও হতে পারেন। আবার উভয়পক্ষই অসন্তুষ্ট হতে পারেন। এটি স্বাভাবিকভাবে নিতে হবে’।
হাইকোর্ট বলেন, ‘যারা জ্ঞানী ও বুদ্ধিজীবী, তাদের আইনানুগ কথা বলা উচিত। যখন বুদ্ধিজীবী ও বিজ্ঞজনেরা আইনানুগ কথা বলেন না, তখন আমাদের কষ্ট হয়। দুঃখ থাকলে আপিল বিভাগ আছে। সমালোচলা করলেও সেটি আইনের মধ্যেই হতে হবে’।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
ইএস/ওএইচ/এএসআর