আদনান হারুনের করা আবেদনের শুনানি শেষে সোমবার ( ২২ মে) এ স্থগিতাদেশ ও রুল জারি করা হয়।
গত ১৩ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দ্য হোটেল রেইন-ট্রিতে অভিযান চালিয়ে কোনো নেশাজাতীয় পণ্য না থাকার সার্টিফিকেট দেয়।
পরদিন ১৫ মে অবৈধভাবে মদ রাখার বিষয়ে ব্যাখ্যা দিতে হোটেলটির এমডি আদনান হারুনকে তলব করা হয়। তাকে মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টায় শুল্ক গোয়েন্দার কাকরাইল সদর দফতরে হাজির হতে নোটিশ জারি করা হয়েছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান সেদিন জানিয়েছিলেন, মদ উদ্ধারের সময় হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স দেখাতে পারেনি। এজন্য এমডিকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ২২, ২০১৭
ইএস/এএসআর