প্রস্তাবিত ১৫তলা ভবনে নির্বাচিত সদস্যদের পৃথক দফতর, ক্যান্টিন, সেমিনার রুমসহ আধুনিক সব ধরনের সুবিধা থাকবে।
আইন মন্ত্রণালয়ের পাঠানো এ চিঠিতে সুপ্রিম কোর্টের সম্মতি/অনাপত্তি জানতে চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান জায়গায় বহুতল ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার প্রেক্ষিতে আইন ও বিচার বিভাগ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১৫তলা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে’।
‘ভবনটি নির্মাণের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হলে চিঠির মাধ্যমে ভবনের সুনির্দিষ্ট অবস্থান, আয়তন ও স্থাপত্য নকশা চাওয়া হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ বার কাউন্সিলের প্রস্তাবিত ভবনের উপগ্রহ মানচিত্র, স্থানিক নকশা ও স্থাপত্য নকশা পাঠানো হলো’।
‘এ অবস্থায় বাংলাদেশ বার কাউন্সিলের প্রস্তাবিত ভবন নির্মাণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মতি/অনাপত্তি প্রদান করতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো’।
এর আগে গত বছরের ০৮ আগস্ট আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠান প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মো. নুরুল আলম।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ বার কাউন্সিলের বহুতল ভবন নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো। এতে প্রধানমন্ত্রীর সদয় সম্মতি রয়েছে’।
ভবনটি ১৫তলা হবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।
ওই সময় বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ ম রেজাউল করিম সাংবাদিকদের বলেন, চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ০৮ আগস্ট আইন মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
ইএস/এএসআর