ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মৃত্যুর পরোয়ানা হাতে পেলেই মাজেদকে পড়ে শোনানো হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
মৃত্যুর পরোয়ানা হাতে পেলেই মাজেদকে পড়ে শোনানো হবে আব্দুল মাজেদ

ঢাকা: মৃত্যুর পরোয়ানা হাতে পেলে নিয়ম অনুযায়ী বঙ্গবন্ধু হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আব্দুল মাজেদকে সেটা পড়ে শোনানো হবে।

তিনি যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা রাজি হন তাহলে তার চিঠিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে তবে। তবে এখন পর্যন্ত মৃত্যুর পরোয়ানার পত্রটি আমাদের কারাগারে আসেনি।

বুধবার (৮ এপ্রিল) সোয়া তিনটার দিকে এ তথ্য জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম।

আরও পড়ুন>>বঙ্গবন্ধুর খু‌নি মা‌জেদের মৃত‌্যুদণ্ডের পরোয়ানা জা‌রি

তিনি জানান, মৃত্যুর পরোয়ানা পত্রটি কারাগারে এসে পৌঁছালে নিয়ম অনুযায়ী মাজেদকে পড়ে শোনানো হবে। তারপর তিনি যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা আবেদন করেন, সেই আবেদনটি কারা কর্তৃপক্ষ কাছে হস্তান্তর করা হবে।

কারাগারের ভেতরে ফাঁসির মঞ্চ সবসময় প্রস্তুত থাকে। তবে পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে কারাগার হস্তান্তরের পর থেকে এখন পর্যন্ত কেরানীগঞ্জ কারাগারে ফাঁসির মঞ্চে কোনো ফাঁসি কার্যকর হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।