ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কারাবন্দিদের সুরক্ষায় করা রিটের শুনানি মুলতবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ২, ২০২০
কারাবন্দিদের সুরক্ষায় করা রিটের শুনানি মুলতবি

ঢাকা: দেশের সব কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা চেয়ে করা রিটের শুনানি ১৫ জুন পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে ছিলেন আবেদনকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে শিশির মনিরের করা কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষার রিটের শুনানি আগামী ১৫ জুন পর্যন্ত মুলতবি করেছেন আদালত। ১৫ জুন ফের শুনানি অনুষ্ঠিত হবে। এর মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছেন আদালত।

এর আগে গত ১৭ মে রিট আবেদনটি করেছিলেন শিশির মনির। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশ মহাপরিদর্শক ও কারা মহাপরিদর্শকে বিবাদী করা হয়েছে।

রিটের পর তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, দেশের সব কারাগারে প্রায় ৮৯ হাজার কারাবন্দি রয়েছে। এসব কারাবন্দি ও কারারক্ষীদের সাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ বাস্তবায়ন করার লক্ষ্যে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের আলোকে কি কি প্রস্তুতি ও পদক্ষেপ এরই মধ্যে নেওয়া হয়েছে তা আদালতকে জানানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুন ০২, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।