ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সিয়া কিচেন ফ্লাগশিপ শোরুম এখন ঢাকায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মে ২, ২০১৯
সিয়া কিচেন ফ্লাগশিপ শোরুম এখন ঢাকায় এক্সক্লুসিভ কিচেন ডিজাইন

জার্মান মডিউলার কিচেন ব্র্যান্ড ‘সিয়া’ আধুনিক ও সমসাময়িক ডিজাইন সমৃদ্ধ পণ্যের সম্ভার নিয়ে ঢাকার বনানীতে শোরুম উদ্বোধন করেছে। 

বৃহস্পতিবার(মে ০২) দুপুরে বাংলাদেশে কফি পিপল লিমিটেডের সাথে যৌথ উদ্যোগে সিয়া তাদের কার্যক্রম শুরু করেছে।  ব্র্যান্ডটি ৩০০ এক্সক্লুসিভ কিচেন ডিজাইন এনেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফেডারেল রিপাবলিক অব জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহরেনহল্টজ। সিয়া গ্রুপের এমডি আলেকজান্ডার সোফাল্ভি এবং সিওও ইঙ্গা বুচহলজ।  

এসময় আলেকজান্ডার সোফাল্ভি বলেন, বাংলাদেশের জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে এবং মানুষ তাদের বাসস্থান মানসম্মত পণ্য দিয়ে সাজাতে চায়। আমরা রান্নাঘরকে বিশ্বমানের পণ্য দিয়ে সাজানোর জন্য সব উপকরণ আপনাদের হাতের কাছে এনে দিয়েছি।  


শোরুমের ঠিকানা: হাউস - ২১, রোড - ১০, ব্লক - ই, বনানী, ঢাকা - ১২১৩।  


বাংলাদেশ সময়: ১৭৩০ঘণ্টা, মে ০২, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।