ম্যানুয়াল টুথব্রাশ
• সব জায়গায় পাওয়া যায়
• দামের দিক থেকেও তা সস্তা
• বেশিদিন ব্যবহার করা যায়
• বয়স্ক আর বাচ্চাদের জন্য ম্যানুয়াল টুথব্রাশ ব্যবহার করা বেশি নিরাপদ।
ইলেকট্রিক টুথব্রাশ
• দাঁতের ওপর জমে থাকা প্লাকের স্তর সরাতে কার্যকর
• ব্রিসলগুলি ভাইব্রেট ও রোটেট করে
• কম সময়েই দাঁত ও মুখের ভেতরে পরিষ্কার করা যায়
• টুথপেস্টও কম অপচয় হয়
• ইলেকট্রিক টুথব্রাশের দাম ৪০০ টাকা থেকে শুরু।
এবার সিদ্ধান্ত আপনার, ম্যানুয়াল না ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করবেন।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এসআইএস