• অবশ্যই ভালোমানের মাল্টিপ্লাগ ব্যবহার করতে হবে
• ভোল্টেজ ওঠা-নামা করলে ওভেনটি নষ্ট হয়ে যেতে পারে তাই ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করুন
• ওভেন সব সময় কাঠের টেবিলের ওপর রাখবেন
• ওভেনপ্রুফ পাত্র ব্যবহার করতে হবে। কখনোই ধাতব বাসন (মেটাল) ওভেনের ভেতর দেবেন না
• ওভেন থেকে পাত্র বের করার সময় হাতে গ্লাভস পরে নেবেন
• খাবার তৈরির সময় নির্ধারণে সতর্ক থাকুন।
• প্রথমে কম সময় দিন, প্রয়োজনে আবার কিছু সময় বাড়িয়ে দেবেন
• কাজ শেষ হলে ওভেনের সু্ইচ বন্ধ করে দিন
• সব সময় ওভেনের ভেতরটা পরিষ্কার রাখুন
• সপ্তাহে একদিন ট্রে বের করে নিন। তারপর সাবান গোলানো পানিতে স্পঞ্জ বা সুতি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করুন
• ওভেনের ভেতর শুকিয়ে ও জমে যাওয়া খাবার দূর করতে ১ কাপ আপেল সিডার ভিনেগারের সঙ্গে ২ টেবিল চামচ চিনি মিশিয়ে ছিটিয়ে দিন। ওভেন গরম থাকতে থাকতে দ্রবণটি ছিটিয়ে দিতে হবে। ১ ঘণ্টা পর ঘষে ঘষে দাগ উঠিয়ে ফেলুন।
• ওভেনের ভেতরে দুর্গন্ধ হয়ে গেলে এক কাপ পানিতে এক চা চামচ লেবুর রস মিশিয়ে এক মিনিট উচ্চতাপে গরম করে এবার শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
• ওভেনের ব্যবহার করার সময় নির্দেশিকা মেনে চলুন।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এসআইএস