এবার মশার তাড়ানোর ঘরোয়া স্প্রে বানিয়ে নিন। এটি ত্বকেও ব্যবহার করা যায়।
যেভাবে করবেন:
দারুচিনির তেল আধা চা চামচ ও এক কাপ পানি ভালো করে মিশিয়ে স্প্রে বোতলে নিয়ে নিন। চাইলে ব্যাগেও রাখতে পারেন। মশা আছে এমন জায়গায় যখন থাকবেন, তখন এটি সরাসরি শরীরে স্প্রে করুন।
আধা চা চামচ টি ট্রি অয়েল আধা কাপ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি আপনার আরও একটি মশা তাড়ানোর স্প্রে।
এছাড়াও বেবি অয়েল এক কাপ, রসুনের কোয়া এক কাপ, আধা লিটার রাবিং অ্যালকোহল দিয়েও তৈরি করতে পারেন স্প্রে।
রসুনের কোয়া রাবিং অ্যালকোহলে ভিজিয়ে রাখুন ৪ দিন। ৪ দিন পর বেবি অয়েল মিশিয়ে নিন। ত্বকের যেসব স্থানে মশা কামড়ায় সেসব স্থানে মিশ্রণটি কয়েক ফোঁটা ঘষে নিন।
রাবিং অ্যালকোহল হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাওয়া যায়।
স্প্রেগুলো ব্যবহারের সময় লক্ষ্য রাখবেন চোখের বা মুখের ভেতরে যেন না যায়।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসআইএস