ঝুঁকি না নিয়ে নিজেই তৈরি করে নিন শীতের লোশন। এই লোশন ব্যবহার করেই শীতের রুক্ষতা থেকে ত্বক রক্ষা পাবে।
যা লাগবে
অলিভ অয়েল আধা কাপ
বিশুদ্ধ মোম দুই টেবিল চামচ
অ্যাসেনশিয়াল অয়েল (ইচ্ছা)
যেভাবে করবেন
পাত্রে মোম এবং অলিভ অয়েল গরম করতে দিন। বলক না আসা পর্যন্ত গরম করুন।
ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাসেনশিয়াল অয়েল দিন।
এবার ঠান্ডা করে লোশন ভালো ভাবে বিট করে করতে হবে। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন।
তৈরি হয়ে গেলো আপনার শীতের লোশন। হাত-পাসহ পুরো শরীরে ব্যবহার করুন।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এসআইএস