করোনা থেকে নিরাপদ থাকতে যা করতে হবে। আসুন জেনে নেই:
• সামনের অন্তত এক বছরের জন্য বিদেশ ভ্রমণ না করা
• বাইরের খাবার না খেয়ে ঘরের স্বাস্থ্যকর খেতে হবে
• বেশি লোক সমাগম হয় এমন অনুষ্ঠানে যাবেন না
• অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া
• সামাজিক দূরত্বের নিয়মাবলী সম্পূর্ণরূপে অনুসরণ করতে হবে
• হাঁচি ও কাশি হলে অবহেলা না করা
• মাস্কটি ব্যবহার বন্ধ করা যাবে না
• সিনেমা হল, শপিং মল, ভিড়ের বাজারে যাবেন না।
• নিয়মিত পুষ্টিকর খাবার খেয়ে ও ব্যায়ামের মাধ্যেমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে
• সেলুন বা বিউটি পার্লারে যতটা সম্ভব কম যান
• বাইরে বেরোনোর সময় বেল্ট, ঘড়ি বা গহনাও পরবেন না
• সঙ্গে সব সময় একটি হ্যান্ড স্যানিটাইজার রাখুন
• নিয়মিত হাত ধোয়ার অভ্যাসটাও ধরে রাখতে হবে
• জুতা বাইরে রেখে ঘরে ঢুকুন
• বাইরে থেকে ফিরে গোসল করুন।
সবশেষে দেবী শেঠি মনে করিয়ে দেন, করোনার ঝুঁকি কিন্তু খুব শিগগিরই শেষ হচ্ছে না। তাই নিয়মগুলো মানতেই হবে।
বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, মে ১১. ২০২০
এসআইএস