কাপড়ের মাস্ক যেভাবে জীবাণুমুক্ত করে বারবার ব্যবহার করবেন:
• বাড়ি ফিরে দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে মাস্ক খুলুন। মাস্কে সরাসরি হাত দেবেন না।
• গরম পানি ও লবণ দিয়ে মাস্ক ফুটিয়ে নিতে পারেন। এরপর রোদে শুকিয়ে নিন
• ভাবেই ভেজা মাস্ক পরবেন না। এতে সংক্রামিত হওয়ার ঝুঁকি বাড়ে
• শুকিয়ে যাওয়ার পর ইস্ত্রি করুন মাস্ক
• ধোয়ার ঝামেলা এড়াতে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে পারেন। এগুলো একবার ব্যবহারের পর ফেলে দিতে হয়
• বাইরে বেরতে হলে দু’টি মাস্ক ব্যাগে রাখুন। মুখে বাঁধা মাস্ক কোনো কারণে নষ্ট হলে বা ভিজে গেলে কাজে লাগবে অন্যটি
• মাস্ক অবশ্যই পরিষ্কার করে ব্যবহার করতে হবে। নয়ত অপরিষ্কার মাস্কের মাধ্যমেও আক্রান্ত হতে পারেন করোনাসহ নানা রোগে।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মে ১৬, ২০২০
এসআইএস