তারপরও অনেকেই বাইরের খাবার খেয়ে থাকেন। আর এই সময়ে রেঁস্তোরায় না গিয়ে অনেকেই অনলাইনে খাবার অর্ডার করছেন।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এখনও পর্যন্ত খাবার বা খাবার প্যাকেজিংয়ের মাধ্যমে করোনারভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। তাই অনলাইনে অর্ডার করা খাবার খেতে বাঁধা নেই। তবে ফুড প্যাকেজিংয়ের সংস্পর্শের কারণে সংক্রামিত হওয়ার ঝুঁকি থেকেই যায়।
অনলাইনে হোম ডেলিভারির খাবার যদি অর্ডার করতেই হয়, তবে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। আসুন জেনে নিই:
• সরবরাকারীর হাত থেকে সরাসরি নেবেন না
• তাকে দরজার বাইরে খাবারের প্যাকেট রাখতে বলুন
• তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন
• খাবারের প্যাকেটটি কিছুক্ষণ বাইরেই রেখে দিন
• ঘরে এনে খাবার পরিষ্কার পাত্রে নিয়ে, প্যাকেটটি ডাস্টবিনে ফেলে দিন
• খাওয়ার আগে অবশ্যই খাবার গরম করুন
• খাওয়ার আগে ও পরে ভালোভাবে হাত পরিষ্কার করুন
• সুযোগ থাকলে টাকা হাত দিয়ে না ধরে অনলাইনেই বিল দিয়ে দিন।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এসআইএস