ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাপান সরকারের অ্যাওয়ার্ড পাচ্ছেন চট্টগ্রামের নুরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১২

চট্টগ্রাম: ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান’ অ্যাওয়ার্ড পাচ্ছেন চট্টগ্রামস্থ জাপানের অনারারি কনসাল জেনারেল মুহম্মদ নুরুল ইসলাম।

জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশেষ অবদানের জন্য পঞ্চম বাংলাদেশি হিসেবে তিনি এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন।

বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য ৪৬ জনকে দেওয়া হবে জাপান সরকারের এ অ্যাওয়ার্ড।

এর আগে এ পুরস্কার পেয়েছিলেন মালেকা খান, শিল্পী কিবরিয়া, ড. একেএম মোয়াজ্জেম হোসাইন ও মমতাজ ভূঁইয়া।

সোমবার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে মুহম্মদ নুরুল ইসলামকে এ বছরের অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করার কথা জানায় ঢাকার জাপান দূতাবাস।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম অ্যাসোসিয়েশন ফর ওভারসিস টেকনিক্যাল স্কলারশিপ (এওটিএস), চট্টগ্রাম অ্যালোমনি সোসাইটির প্রতিষ্ঠাতা ও নিপপন একাডেমির সভাপতি। তিনি ২০ বছরের বেশি সময় ধরে জাপানের ভাষা শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও হিউম্যান রিসোর্সের অগ্রগতির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১২

এআরএম, সম্পাদনা: টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।