ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পথশিশুদের ভাষা আন্দোলনের কথা শোনালেন ভাষা সৈনিক মতিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
পথশিশুদের ভাষা আন্দোলনের কথা শোনালেন ভাষা সৈনিক মতিন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভাষা সৈনিক আব্দুল মতিনের কাছে ভাষা আন্দোলনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা শুনলেন পথশিশুরা। মঙ্গলবার ভাষা সৈনিক আব্দুল মতিনের সঙ্গে পথশিশুরা সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের আন্দোলনের ঘটনা শোনান।



দাতব্য সংস্থা লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) সেবা প্রাপ্ত পথশিশুদের দলটি আব্দুল মতিনের মুখে ভাষা আন্দোলনের ঘটনা শুনে অনুপ্রাণিত হন।

রাষ্ট্র ভাষা বাংলার দাবির লড়াইয়ে আব্দুল মতিনের অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পথশিশুরা। পথ থেকে তুলে এনে লিডা কীভাবে তাদের মৌলিক অধিকার ভোগের সুযোগ দিচ্ছে তা ভাষা সৈনিককে শোনান পথশিশুরা।

ভাষা সৈনিকের সঙ্গে পথশিশুদের সাক্ষাতের সময় লিডোর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।