ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্মার্টকার্ড বিতরণে প্রবীণদের জন্য আলাদা হেল্প ডেস্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
স্মার্টকার্ড বিতরণে প্রবীণদের জন্য আলাদা হেল্প ডেস্ক ছবি: বাদল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, স্মার্টকার্ড বিতরণে প্রবীণদের আলাদা হেল্প ডেস্ক করতে বলা হয়েছে। উনাদের রাস্তায় যাতে না দাঁড়াতে হয়।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকালে সিদ্বেশ্বরী গার্লস কলেজে স্মার্টকার্ড বিতরণ পরিদর্শনে এসে এ কথা বলেন।

রকিব উদ্দিন বলেন, ‘আর যারা প্রতিবন্ধী, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে’। এছাড়া নির্বাচন কমিশনের কর্মকর্তাদের আরও সতর্ক হয়ে সেবা দিতে হবে বলেও উল্লেখ করেন সিইসি।

প্রবাসীদের এই স্মার্টকার্ড পাওয়ার বিষয়ে সিইসি বলেন, তারা (প্রবাসীরা) যখন দেশে আসবে তখন আলাদা ব্যবস্থা করা হবে।  

সিইসি আরও বলেন, প্রথম পর্যায়ে নির্ধারিত এলাকায় স্মার্টকার্ড বিতরণ শেষে এ থেকে অভিজ্ঞতা নেওয়া হবে। এরপর সেই অভিজ্ঞতার আলোকে পরবর্তি নির্ধারিত এলাকায় কার্ড বিতরণের সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, নির্ধারিত এলাকার লোকজনকে স্মার্টকার্ড নেওয়ার জন্য খবরে কাগজ ও টেলিভিশনে বলা হচ্ছে, স্থানীয় মসজিদেও বলা হচ্ছে।  এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে এলাকায় মাইকিং করা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, শুক্র-শনি ও অন্যান্য বন্ধের দিনেও স্মার্টকার্ড বিতরণের কাজ চলবে। এরপর পুরো ঢাকা শহরে ও সারা দেশে পর্যায়ক্রমে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ভোটারদের স্মার্টকার্ড দেওয়া হবে।

কেউ স্মার্টকার্ডের ঠিকানা তথ্য পরিবর্তন করলে তা পরিবর্তন করে দেওয়া হবে জানিয়ে সিইসি বলেন, এ জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে আলাদা ব্যবস্থা করা হবে।


বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
টিএসইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।