ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বোমা হামলার হুমকি পাওয়া সেই বিমানে তল্লাশি চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
বোমা হামলার হুমকি পাওয়া সেই বিমানে তল্লাশি চলছে নিরাপত্তাকর্মীদের বেষ্টনীতে উড়োজাহাজটিতে তল্লাশি চলছে

ঢাকা: ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বাংলাদেশ এয়ারলাইন্সের বোমা হামলার হুমকি পাওয়া সেই বিমানে তল্লাশি শুরু করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে ফ্লাইটটিতে হামলার হুমকি দেওয়া হয়।

এ ঘটনার পর বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। এরপর সকাল সাড়ে ১০টায় বোম্ব ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তল্লাশি চলছিল।

সূত্র জানিয়েছে, বোম্ব ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালাচ্ছেন। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে।

এছাড়া যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন।

শাহজালালে নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থান।  ছবি: জি এম মুজিবুর

এদিকে বেলা পৌনে ১২টার দিকে কথা হয় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তারের সঙ্গে। তিনি বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি চলমান।

এর আগে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করা হয়েছে। যাত্রীদের টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে।

ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে উড্ড্য়ন করে।

আরও পড়ুন: বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি 

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এজেডএস/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।