ঢাকা: উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ ক্যাম্পে বয়স্ক বা প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় ব্যাপক দুর্ভোগ হচ্ছিল।
এ নিয়ে বুধবার (০৫ অক্টোবর) বাংলানিউজে প্রকাশিত হয় ‘‘বয়স্কদের ন্যূনতম সম্মান দিলেন না ‘উপ-সচিব’ শাহ আলম’’ শিরোনামে একটি সংবাদ।
গত ৩ অক্টোবর ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা থানায় উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্প, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিদ্বেশ্বরী গার্লস কলেজ ক্যাম্পে রমনার থানার ভোটারদের স্মার্টকার্ড বিতরণ করছে ইসি।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) এ ক্যাম্প পরিদর্শনের গিয়ে সিইসি সাংবাদিকদের বলেন, স্মার্টকার্ড বিতরণে প্রবীণদের আলাদা হেল্প ডেস্ক করতে বলা হয়েছে। তাদের রাস্তায় যাতে না দাঁড়াতে হয়। আর যারা প্রতিবন্ধী, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে।
এছাড়া নির্বাচন কমিশনের কর্মকর্তাদের আরও সতর্ক হয়ে সেবা দিতে হবে বলেও উল্লেখ করেন সিইসি।
বুধবার ইসি কর্মকর্তা শাহ আলম, বয়স্ক বা প্রতিবন্ধীদের উদ্দেশে বলেছিলেন, তাদের জন্য কোনো সুবিধা নেই। এভাবেই স্মার্টকার্ড নিলে নেবে, না নিলে নেই। ওনাদের এখন স্মার্টকার্ড নেওয়ার দরকারই বা কী!
কুড়িগ্রামের ফুলবাড়িতেও স্মার্টকার্ড বিতরণ চলছে। অক্টোবরের এ কার্যক্রম শেষে ঢাকার সব এলাকায় একযোগে স্মার্টকার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির। এরপর অন্য সিটি, জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে বিতরণ করা হবে এ জাতীয় পরিচয়পত্র।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
ইইউডি/আইএ