ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারতের বন্ধন রক্ত দিয়ে লেখা

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
বাংলাদেশ-ভারতের বন্ধন রক্ত দিয়ে লেখা ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

শুরু হলো মুক্তিযুদ্ধের গল্প বলা। একাত্তর টেলিভিশন ও ঢাকায় ভারতীয় হাই কমিশনের যৌথ আয়োজনে রাজধানীর কুর্মিটোলায় আর্মি গল্প কোসের পামভিউ রেস্টুরেন্টে এই আসর জমে উঠেছে।

আর্মি গল্ফ কোর্স (কুর্মিটোলা) থেকে: শুরু হলো মুক্তিযুদ্ধের গল্প বলা। একাত্তর টেলিভিশন ও ঢাকায় ভারতীয় হাই কমিশনের যৌথ আয়োজনে রাজধানীর কুর্মিটোলায় আর্মি গল্প কোসের পামভিউ রেস্টুরেন্টে এই আসর জমে উঠেছে।

শুরুতেই বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।

 

তিনি বলেন, আমরা দুই দেশ মিলে সেদিন একটি যুদ্ধ করেছিলাম। আমাদের সম্পর্ক রক্ত দিয়ে লেখা।

আমাদের মুক্তিযুদ্ধ এমনই এক যুদ্ধ ছিল তার প্রতিটি গল্পই আলাদা। তাই এখানে যা কিছু আমরা শুনতে পাবো তা আলাদা কিছুই হবে।

মোজাম্মেল বাবু বলেন, ভারতের হাজার হাজার যোদ্ধা যারা বাংলাদেশের জন্য লড়াই করেছেন, জীবন দিয়েছেন, তাদের এই অবদান খুব সহজ কোনো বিষয় নয়।

এই যুদ্ধ ছিল জনযুদ্ধ। যাতে আপামর জনতা যেমন অংশ নিয়েছিলো, অংশ নেয় বাংলাদেশের সেনা কর্মকর্তা ও সাধারণ সৈনিকরা। সঙ্গে এসে যোগ দেন ভারতেরই সৈনিকরা।

ভারত বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত। এই দেশ তাদেরও রক্তে গড়া। তাদের অবদান আমরা কখনোই ভুলবো না, ভোলা যাবে না।

এই অবদানের জন্য ভারতীয়দের বিনা ভিসায় বাংলাদেশ সফরের সুযোগ রাখার আহ্বান জানান এই সাংবাদিক।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আইএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।