ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় মাছবাজার থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
নেত্রকোনায় মাছবাজার থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মাছবাজার থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে রাব্বি (২২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

 

আটক দুজন হলেন- মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার শফিকুল ইসলাম চৌধুরী সবুজ মাস্টারের ছেলে রাফি মিয়া ও নওহাল এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মিয়া। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

নিহত রাব্বি পৌরশহরের টেংগাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী আনিছ মিয়ার ছেলে। রাব্বি বাবার ব্যবসা দেখাশোনা করতেন।  

সোমবার (৩ মার্চ) সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাত ৮টার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় রাব্বি বাজারে মাছ বিক্রি করছিলেন। রাত ৮টার দিকে তাকে রেলস্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে ছুরিকাঘাতের পর পুকুরে লাফিয়ে পড়েন রাব্বি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে রাব্বিকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে দ্রুত রাব্বিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে।  

তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছেন রাব্বি। ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।