ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমে এসেছে সীমান্ত অপরাধ: প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
কমে এসেছে সীমান্ত অপরাধ: প্রধানমন্ত্রী

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান ও সফল কর্মকাণ্ডে সীমান্তে অপরাধ কমে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান ও সফল কর্মকাণ্ডে সীমান্তে অপরাধ কমে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে পিলখানায় বিজিবি দিবস ২০১৬ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।


 
প্রধানমন্ত্রী বলেন, ‘সীমান্তে বিজিবি’র কঠোর অবস্থানের ফলে চোরাচালান, মাদক পাচার, নারী-শিশু পাচার এবং সীমান্ত অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে। ’
 
সীমান্ত হত্যাকাণ্ড উদ্বেগের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সীমান্তে নিরীহ বাংলাদেশি নিহতের ঘটনা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে সম্প্রতি আপনাদের প্রচেষ্টায় বিএসএফ’র সঙ্গে বন্ধুর্ত্বপূর্ণ সর্ম্পক জোরদারের ফলে সীমান্তে নিহতের ঘটনা কমে এসেছে। ’
 
সীমান্ত রক্ষার মহান দায়িত্ব পালনসহ বিভিন্ন ক্ষেত্রে এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সীমান্ত রক্ষাসহ অন্যান্য দায়িত্ব যেমন আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলাসহ দেশগঠনমূলক কাজে বিজিবি’র ভূমিকা ও পেশাদারিত্ব সব মহলে প্রশংসিত হচ্ছে। ’
 
বিজিবি সদস্যদের বিশ্বস্ততা পরীক্ষিত মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘সবার আন্তরিক প্রচেষ্টায় বিজিবি এখন একটি গতিশীল ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে। বিজিবি সদস্যদের কঠোর পরিশ্রমে এ বাহিনীর সুনাম ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ’
 
বিগত বছরগুলোতে সারাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ জনসাধারণের জানমাল রক্ষায় বিজিবির প্রসশংনীয় অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
 
তিনি বলেন, ‘বিগত সময়ে বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও ও পেট্রোল বোমা সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা প্রতিহত করতে যে দক্ষতা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। ’
 
পিলখানায় সংঘঠিত বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড এ বাহিনীর ইতিহাসে একটি কালো অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সে সময় সরকার গঠনের পরপরই বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক ও অস্থিতিশীল পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হয়। ’
 
তিনি বলেন, ‘বিডিআর বিদ্রোহের চক্রান্তকারীদের সব অপতৎপরতা ধৈর্য ও সতর্কতার সঙ্গে মোকাবেলা করে এ বাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে যেসব দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছিলাম তা আর্ন্তজাতিকভাবে প্রশংসিত হয়েছে। ’
 
‘সবার সহযোগিতায় সেই সংকটময় পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিলো। ’
 
মুক্তিযুদ্ধে বিজিবি সদস্যদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন,  ‘২২১ বছরের ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনীর প্রায় ১২ হাজার বাঙালি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনেক সদস্য সম্মুখ সমরে জীবন দিয়েছেন। কেউবা পঙ্গুত্ব নিয়ে জীবন যাপন করছেন। ’
 
বিজিবি’র অপারেশনাল কার্যক্রমকে বেগবান ও গতিশীল করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
 
শেখ হাসিনা বলেন, ‘বিজিবি’র গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করে বর্ডার সিকিউরিটি ব্যুরো স্থাপন করা হয়েছে। ৪টি নতুন সেক্টর ও ৪টি রিজিওনাল ইন্টেলিজেন্স ব্যুরো স্থাপন করা হয়েছে। নতুন অনুমোদিত ১৫টি ব্যাটালিয়ন স্থাপনের মাধ্যমে প্রথম পর্যায়ের পুর্নগঠনের কাজ সম্পন্ন হয়েছে। ’
 
বিজিবি’র জনবল বৃদ্ধির কথা তুলে ধরে তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে এ যাবত ২৪ হাজার ২৩৪ জন জনবল নিয়োগ করা হয়েছে। ’
 
বিজিবিতে নারীদের নিয়োগ ও তাদের সফলতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
 
ভারত ও মায়ানমারের সঙ্গে ৪৭৯ কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকায় নতুন ৪টি ব্যাটালিয়ন ও ৫৫টি বিওপি নির্মাণের মাধ্যমে ৩৭০ কিলোমিটার সীমানা ইতিমধ্যে নজরদারিতে আনার কথা উল্লেখ তিনি।
 
সকাল ৯টায় পিলখানায় বিজিবি সদরদপ্তরে আসেন প্রধানমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
 
এ সময় বিজিবি সদস্যরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন শেষে কুচকাওয়াজে বিজিবি সদস্যদের সালাম গ্রহণ করেন।
 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৬৭ জন বিজিবি সদস্যকে পদক পরিয়ে দেন।  
 
পরে প্রধানমন্ত্রী পিলখানায় বিজিবি দিবসের দরবারে অংশ নেন।
 
**ঐতিহ্য সমুন্নত রেখে সামনে এগিয়ে যাবে বিজিবি

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।