জয়পুরহাটের কালাই উপজেলায় ধান বোঝাই একটি ট্রাকের ধাক্কায় নবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মোলামগাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নবিউল ইসলাম কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের পশ্চিম কুজার দিঘী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বগুড়া শ্রম অধিদপ্তরে চাকরি করতেন নবিউল ইসলাম। গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে বগুড়ার উদ্দেশে রওনা হলে মোলামগাড়ি বাজারে একটি ধান বোঝায় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ০১ মার্চ, ২০২৫
আরএ