ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাণিজ্য মেলায় ক্রেতাদের নজর কাড়ছে জয়িতার পণ্য  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
বাণিজ্য মেলায় ক্রেতাদের নজর কাড়ছে জয়িতার পণ্য   ঢ‍াকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জয়িতার প্যাভিলিয়ন। ছবি: দীপু মালাকার

ঢাকা: সংগ্রামী নারীদের প্রতীকী নাম জয়িতা। সমাজে যেসব নারী উদ্যেক্তা সফল হতে চান তারা জয়িতার সহযোগিতা নিতে পারেন। জয়িতা সারাদেশের সংগ্রামী নারীদের আত্মপ্রত্যয়ী করে তুলছে।

জয়িতা সংগ্রামী নারীদের মুখে হাসি ফুটাচ্ছে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ঢ‍াকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ গ্রহণ করেছে সফল নারীদের জয়িতা।


 
জয়িতার প্যাভিলিয়ন নম্বর পিআরপি-০২। সফল নারীদের ২৯টি স্টলে শোভা পাচ্ছে হরেক রকমের পোশাক। মসলিন, সুতি কাপড়ের ওপর নকশা আঁকা শাড়ি, থ্রি পিস ক্রেতাদের নজর কাড়ছে। দাম ও মানে অনন্য জয়িতার পণ্য।
 
ঢ‍াকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জয়িতার প্যাভিলিয়ন জয়িতার হিসাবরক্ষণ অফিসার সামসুল আলম বাংলানিউজকে বলেন, ‘আমাদের চাইতে কম ‍দামে কেউ পণ্য বিক্রি করতে পারবে না। কেননা আমাদের প্রতিটি পণ্য জয়িতা সদস্য নারীদের হাতে বানানো, ফলে কম দামে ভালো জিনিসটা আমরাই দিতে পারছি। যেকারণে গত বছরও বাণিজ্য মেলায় ভালো বিক্রি হয়েছে। আশা করি, এবারও সাড়া পাবো। ’
 
এবার বাণিজ্য মেলায় ২৯টি স্টলের মধ্যে পাঁচটি আছে আচার, চকলেটসহ বিভিন্ন খাবার আইটেমের স্টল। জয়িতায় ৭০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা মূল্যের কাপড় পাওয়া যাচ্ছে।
 
ঢ‍াকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জয়িতার প্যাভিলিয়ন ১৯নং দুস্থ মহিলা কল্যাণ সংস্থার সম্পাদিকা তাহমিনা সুলতানা বাংলানিউজকে বলেন, ‘আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী রুচিশীল পণ্য বাজারে সরবরাহ করি, যে কারণে জয়িতার পণ্যে বরাবরই চাহিদা থাকে। জয়িতা সদস্যদের হাতের কাজ করা কাপড় ও আচার এখানে রাখা হয়। ’
 
অভাবের তাড়নায় একসময় তাহমিনার সংসারে কালো মেঘ নেমে আসে। কিভাবে বাচ্চাদের বড় করবে, কি খাবে এই নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। জয়িতার সদস্য হয়ে এখন তিনি আলোর পথ দেখাচ্ছে আরও ৪০জন সংগ্রামী নারীকে।
 
তিনি বলেন, আমাদের মিরপুর অফিসে ৪০ জন জয়িতা সদস্য রয়েছে। এরা প্রত্যেকেই সফল। তাদের হাতের কাজ করা পণ্যই বাণিজ্য মেলায় আনা হয়েছে। আমাদের প্যাকেজ বা ছাড় দিতে হয় না। কেউ একবার জয়িতার পণ্য কিনলে আবার চলে আসেন। বাণিজ্য মেলায় জয়িতার প্রচার ও প্রসার ঘটে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসএম/পিসি
***বাণিজ্য মেলায় শিশু পার্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।