চাঁপাইনবাবগঞ্জ: ‘তদন্ত যদি সঠিক ও স্বচ্ছ হয়, আমি বা কমিশনের আমরা, পূর্ববর্তী সরকার বা তার আগের সরকারের যেই হোক না কেন তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে আগের কমিশন কী করেছে তা দেখার বিষয় নয়; বর্তমান কমিশন কাউকেই ছাড় দেবে না। ’
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এ কথা বলেন।
তিনি বলেন, দেশের সম্পদ বিনষ্টকারী যে মতাদর্শের বা যে রাজনৈতিক দলেরই হোক না কেন তা বিবেচ্য নয়। বর্তমান কমিশন সময় একটু বেশি লাগলেও সঠিকভাবে তদন্ত সাপেক্ষে অপরাধীর অপরাধ চিহ্নিত করে আদালতের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করবে।
কমিশনের বিভিন্ন সীমাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ২২ হাজার লোকবলের জায়গায় মাত্র ১১ হাজার লোকবল নিয়ে কাজ করতে হচ্ছে। জনবল ও দক্ষ কর্মকর্তা এখন বড় সীমাবদ্ধতা। এ সীমাবদ্ধতার মধ্যেও অনুসন্ধানে বিলম্ব হলেও সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে।
দুদক কমিশনার তার কর্মজীবনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ফেনসিডিলখোরদের বিচার করতে পারলেও নানা সীমাবদ্ধতার কারণে তদন্তে প্রমাণ করতে না পারায় কারণে যেমন বড় মাদককারবারিদের বিচার করতে ব্যর্থ হয়েছি, তেমনি দুর্নীতি দমন করতে গিয়ে বজ্র আঁটুনি ফসকা গেরো যেন না হয়, সে ব্যাপারে কমিশন সতর্ক থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বেসরকারি বিদ্যালয়ে জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি অধ্যক্ষ ড. মো. এমরান আলী,চাঁপাইনবাবগঞ্জ পাবলিক প্রসিকিউটার আ: ওয়াদুদ প্রমুখ।
এ সময় সংগঠনটির বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসএএইচ