ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বুয়েটের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া কনস্টেবল প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, আগস্ট ৩১, ২০২৫
বুয়েটের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া কনস্টেবল প্রত্যাহার

আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ষণের হুমকি দেওয়া এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বুয়েট শিক্ষার্থী ও প্রকৌশল অধিকার আন্দোলনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ।

তিনি বলেন, আমাদের নারী শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি পুলিশের এক কনস্টেবল একজন নারী শিক্ষার্থীকে হত্যা ও ধর্ষণের হুমকি দেন। আমরা বিষয়টি ডিএমপিকে জানালে সেই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তার নাম-পরিচয় আমাদের জানানো হয়নি।

বিকেলে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা সাইবার বুলিংসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে ডিএমপি সদর দপ্তরে যান। সেখানে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে ২৮ আগস্ট শাহবাগে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, রংপুরে এক শিক্ষার্থীকে হেনস্তা এবং সাম্প্রতিক আন্দোলন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি আর না ঘটে, সে বিষয়ে ছাত্র এবং পুলিশের দায়িত্ব কী হবে তা নিয়েও কথা হয়েছে। সভা-সমাবেশ নিষিদ্ধ এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি আইনগতভাবে সঠিক হয়নি, সেটিও আমরা বুঝিয়েছি। আর যাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ আছে, তাদের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে।

এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।