প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলা ও রংপুরে বুয়েটের সাবেক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদরদপ্তরে গেছে বুয়েট শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমেদ ইকবালের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকের জন্য সদর দপ্তরে প্রবেশ করে।
আহমেদ ইকবাল সাংবাদিকদের বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও সেখানে পুলিশের হামলা হয়েছে। পাশাপাশি রংপুরে বুয়েটের সাবেক শিক্ষার্থী ও ডেস্কোর প্রকৌশলী রোকনের ওপর হামলার ঘটনায় মামলা হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আলোচনায় এসব বিষয় তুলে ধরা হবে। একইসঙ্গে সাইবার বুলিংসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করবো।
তিনি জানান, আলোচনার বিস্তারিত শেষ হলে সাংবাদিকদের অবহিত করা হবে।
এমএমআই/এএটি