ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আর্টিজানে হামলা

আরও তিন মাস্টার মাইন্ড’র খোঁজ পেলো সিটিটিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
 আরও তিন মাস্টার মাইন্ড’র খোঁজ পেলো সিটিটিসি গুলশান হামলার পরিকল্পনাকারী রাজীব গান্ধী/ছবি: আনোয়ার হোসেন রানা-বাংলানিউজ

ঢাকা: গুলশানের হলি আর্টিজানে হামলায় সংশ্লিষ্ট আরও তিন মাস্টার মাইন্ডের খোঁজ পেয়েছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

তাদের ধরতে অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছেন সিটিটিসি’র প্রধান, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন।

মনিরুল ইসলাম বলেন, গ্রেফতার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, ওরফে সুভাষ, ওরফে শান্ত, ওরফে টাইগার, ওরফে আদিল, ওরফে জাহিদ হলো হলি আর্টিজানে হামলার অন্যতম মাস্টার মাইন্ড। এখন পর্যন্ত তাকেই জীবিত গ্রেফতার করা সম্ভব হয়েছে। জড়িত বাসারুজ্জামান চকলেট এবং আরও দু’জনের খোঁজ পাওয়া গেছে। তাদের ধরতে সিটিটিসি অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ২০০৪-০৫ সালের দিকে পুরাতন জেএমবিতে যোগ দেয় রাজিব। তার বাড়ি গাইবান্ধা জেলায়। তার বাবার নাম মৃত মাওলানা ওসমান গণি মন্ডল, মা রাহেলা মন্ডল। ২০০৪ সালের ১৭ আগস্ট বগুড়ায় যে বোমা হামলা হয়েছিলো তার সঙ্গে সরাসরি জড়িত ছিলো রাজীব। তার স্বীকারোক্তি অনুযায়ী, এ পর্যন্ত ২২টি হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনি জড়িত।  এর মধ্যে কুড়িগ্রামের মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলার চার্জভুক্ত প্রধান আসামি তিনি।  

** গুলশান হামলার পরিকল্পনাকারী রাজীব গান্ধী গ্রেফতার

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
আরএটি/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।