রোববার (১৫ জানুয়ারি)মেলায় সরেজমিন ঘুরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সেলফিতে মজে থাকতে দেখা যায়।
মেলায় এসে স্কুল কলেজ পড়ুয়ারা যেমন সেলফি তুলছেন।
কেউ মেলায় প্রবেশের আগে, কেউ ভেতরে প্রবেশ করেই, কেউ ছোটদের খেলনার কাছে, কেউ আইসক্রিম খেতে খেতে, কেউ সেলফি তুলছেন কোনো প্রিয় জিনিস কেনার সময় প্রিয় মানুষদের সঙ্গে।
সেলফি তোলা গ্রুপের মধ্যে একদল তরুণ শিক্ষার্থী মেলায় এসেছেন তিতুমীর কলেজ থেকে। তাদের একজন গণিত বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র আরিফুল ইসলাম।
সেলফি তোলার অনুভূতি প্রসঙ্গ আরিফ বাংলানিউজকে বলেন, বন্ধুরা মিলে মেলায় ঘুরতে এসেছি। আবার কবে সবাই একসঙ্গে আসবো, তার তো কোনো ঠিক নেই। তাই এই সময়টা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই আমরা সবাই একসঙ্গে একই ফ্রেমে নিজেদের বন্দি করছি।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমএইচকে/পিসি