ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘সাত খুনের দায় ব্যক্তিগত, র‌্যাবের নয়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
‘সাত খুনের দায় ব্যক্তিগত, র‌্যাবের নয়’

ঢাকা: নারায়ণগঞ্জের সাত খুনের ম‍ামলার রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের জিরো টলারেন্স নীতি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

সোমবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায়ের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথভাবে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছিল বলেই সাত খুনের সঠিক বিচার হয়েছে।

আইনের শাসন প্রতিষ্ঠা করতে শেখ হাসিনা সরকারের জিরো টলারেন্স নীতি প্রমাণ হয়েছে। কেউ রেহাই পায়নি।

সাত খুনের মামলায় র‌্যাবের কর্মকর্তারা জড়িত ছিলেন, এর দায় র‌্যাব নেবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিষ্ঠান হিসেবে র‌্যাব কেন এ দায় নেবে? র‌্যাবের কিছু বিপথগামী সদস্য এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। সাত খুনের ঘটনা তদন্তে র‌্যাব সহযোগিতা করেছে। যার ফলে সঠিক বিচার সম্ভব হয়েছে’।

তিনি আরও বলেন, এ রায়ের মধ্য দিয়ে র‌্যাব আরও প্রতিষ্ঠিত হয়েছে। কেউ যে আইনের বাইরে নয়, তাও প্রমাণিত হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টাকা লেনদেন হলেও হতে পারে। কিন্তু তা রায়কে প্রভাবিত করতে পারেনি’।  

র‌্যাবের আইন পরিবর্তন হবে কি-না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছেন, তারা নিজেরাই বিপথগামী হয়েছেন। আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে যেতে পারেননি। তাহলে আইন পরিবর্তনের কথা আসছে কেন? আইন অপরাধীদের পার পেয়ে যেতে সহযোগিতা করেনি’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা পালিয়ে আছেন, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ধরা পড়লেই সাজা কার্যকর করা হবে’।  

সকালে মামলার রায়ে প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাবের বরখাস্তকৃত তিন উর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের  আদালত। ৩৫ জন আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসকে/আরআর/পিসি/এএসআর
**‘রায়ে জনগণ সন্তুষ্ট’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।