ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ৫৯৮ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
সিলেটে ৫৯৮ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

সিলেট: সিলেটে পৃথক অভিযানে সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৫৯৮ বস্তা ভারতীয় চিনির চালানসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) নগরের নাইওরপুল এলাকা থেকে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ ট্রাক ভর্তি ২৯০ বস্তা চিনির চালান আটক করে।

পৃথক অভিযানে শাহপরান (র.) থানা পুলিশ শহরতলীর মুরাদপুর পয়েন্ট থেকে ট্রাক ভর্তি আরো ৩০৮ বস্তা চিনি আটক করে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে চিনির চালানসহ আটককৃতরা হলেন- যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামের ইব্রাহিম শেখ’র ছেলে মো. হযরত আলী (৪৫) ও খুলনা জেলার ডুমুরিয়া থানার আব্দুস সবুরের ছেলে আমিনুর রহমান (২৪)।

এদিকে, শহরতলীর মুরাদপুর পয়েন্টে ট্রাক ভর্তি ৩০৮ বস্তা চিনির চালান আটক করে শাহপরান (র.) থানা পুলিশ। এসময় ট্রাকে থাকা ৩ ব্যক্তি মালামাল ফেলে পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি ট্রাক তল্লাশি করে ২৯০ বস্তায় জব্দকৃত ১৪ হাজার ৫০০ কেজি চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া অপর অভিযানে  একটি ট্রাকে ৩০৮ বস্তায় ১৫ হাজার ৯২ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা।

জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানা হেফাজতে রাখা হয়েছে এবং আটকদের বিরেদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা ডিসেম্বর ০৯, ২০২৫
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।